মেক্সিকোতে দুইগ্রুপের সংঘর্ষ: ৫ নারীর মরদেহ উদ্ধার

0

মেক্সিকোর কুয়াউৎলা এবং রাজধানী মেক্সিকো সিটির পাশের শহর মোরেলস থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রয়টার্স জানায়, দেশটি মধ্যাঞ্চলের পৃথক দুটি শহর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মোরেলসের অ্যাটর্নি জেনারেল উরিয়েল ক্যামেরন সাংবাদিকদের বলেছেন, এই নারীরা সম্ভবত সংঘবদ্ধ অপরাধের শিকার। মোরেলসে ৩ নারীর মরদেহ ব্যাগে ভর্তি করে ফেলে রাখা হয়েছিল।

পরে তাদের হত্যার দায় স্বীকার করে একটি অপরাধী গোষ্ঠী জানায়, অপর একটি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের সময় ওই ৩ নারীকে হত্যা করা হয়।

রয়টার্স জানায়, মেক্সিকোতে প্রতিদিন গড়ে ১০ জন নারী খুন হন। এর মধ্যে ২০২২ সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোরেলস শহরে তৃতীয় সর্বোচ্চসংখ্যক নারী খুন হয়েছেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM