বিশ্বে আরও ৭৪৪ জনের করোনায় মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৪৬৪ জন।

- Advertisement -

শুক্রবার (৪ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

- Advertisement -google news follower

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৭ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৮১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ২৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৮৭০ জন এবং মারা গেছেন ৪১ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫৭৩ জন।

- Advertisement -islamibank

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৫০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ১ হাজার ১২০ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM