মুশফিক এখন চট্টগ্রামে

শুরু হয়েছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটার ড্রাফট। আর সেই ক্রিকেটার ড্রাফটের আগেই ৭ দলের মধ্যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি দলই তাদের ‘আইকন’ ক্রিকেটারের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছিলো। বাকি ছিলো শুধু চিটাগাং ভাইকিংস। তাঁরাও ড্রাফটের ঠিক আগেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে আইকন প্লেয়ার হিসেবে দলে ভেড়ালো।

- Advertisement -

রোববার (২৮ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে অনুষ্ঠিত নিলামে মুশফিককে ৭৫ লাখ টাকায় দলে টেনেছে চিটাগং ভাইকিংস।

- Advertisement -google news follower

সাত দলের এই টুর্নামেন্টে শুরুর আগেই ডালপালা মেলেছিলো অনেক অনিশ্চয়তার। তবে বেশ নাটকীয়তার পর শেষপর্যন্ত চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি ফিরলেও ঝুলে ছিলো তাদের আইকন ক্রিকেটার দলে টানার প্রক্রিয়াটা। এবার ড্রাফটের আগে দল না পাওয়া একমাত্র আইকন ক্রিকেটার মুশফিকুর রহিমকে নিজেদের করে নিলেন বন্দরনগরীর এই দলটি।

মুশফিককে আইকন ক্রিকেটার করার আগে চিটাগাং ভাইকিংস তাদের দলে আগের ক্রিকেটার থেকে সিকান্দার রাজা, লুক রনকি, নাজিবুল্লাহ জাদরান এবং সানজামুল ইসলামকে রিটেইন করেছিলো।

- Advertisement -islamibank

উল্লেখ্য, এবার ড্রাফটে আছেন বিদেশি ৩৬৫ ক্রিকেটার। সবচেয়ে বেশি ৮১ জন খেলোয়াড় থাকছেন ইংল্যান্ডের। এছাড়াও পাকিস্তানের ৭২ জন, ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, শ্রীলংকার ৫৫ জন, আফগানিস্তানের ১৯ জন, দক্ষিণ আফ্রিকার ১৭ জন, জিম্বাবুয়ের ১৫ জন, আয়ারল্যান্ডের ১০ জন, স্কটল্যান্ডের ৮ জন করে থাকছেন।

বাকী ছয় দলের ধরে রাখা খেলোয়াড় তালিকা:

রংপুর রাইডার্স : মাশরাফি বিন মর্তুজা (আইকন), ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন।

ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (আইকন), সুনীল নারাইন, রভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ড।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, শোয়েব মালিক ও মোহাম্মদ সাইফউদ্দিন।

খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েইট ও আরিফুল হক।

রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান (আইকন), মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান ও মুমিনুল হক।

সিলেট সিক্সার্স : লিটন দাস (আইকন), সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM