‘বিএনপি-জামাতকে রুখতে যুবলীগই যথেষ্ট’

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে চাই- বাংলাদেশ আওয়ামী লীগ সারাজীবন এক নম্বর দল ছিল এবং এখনও এক নম্বর দল। বিএনপি-জামাতকে রুখে দিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কাউকে লাগবে না- এই যুবলীগ একাই যথেষ্ট।

- Advertisement -

তিনি বলেন, ‘১১ নভেম্বর যুবলীগের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ, করোনার পর প্রধানমন্ত্রী কোন প্রোগ্রামে সশরীরে উপস্থিত হননি। প্রায় আড়াই বছর পর এই প্রোগ্রামে তিনি উপস্থিত হবেন। আর স্বশরীরে উপস্থিত থাকার জন্য যুবলীগের ৫০ বছর পূর্তিকে সিলেক্ট করেছেন তিনি। এটা যুবলীগের জন্য অত্যন্তস গর্বের বিষয়।’

- Advertisement -google news follower

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজ চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর যুবলীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, ‘বিএনপি-জামাত তাদের কিছু সংখ্যক লোক নিয়ে সমাবেশ করে জাতিকে দেখাতে চায় তাদের সমর্থন আছে। এখানে কিছু, ওখানে কিছু, বেশি হলে তাদের ৫-৬ হাজার লোক হবে। কিন্তু তারা জাতিকে দেখাতে চায়, তারা লাখ লাখ মানুষের ঢল নামিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, আমরা যুবলীগ যদি চাই, তাদের থেকে এক হাজার গুণ বেশি মানুষের সমাগম ঘটাতে পারবো।

- Advertisement -islamibank

নেতাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন, তাই এটা আমাদের জন্য একটা পরীক্ষা। সারা বাংলাদেশ টিভির দিকে চেয়ে থাকবে, ১১ নভেম্বর যুবলীগের ৫০ বছর পূর্তিতে কত লোক হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে চাই যুবলীগ কত শক্তিশালী। আমি বিশ্বাস করি, ৫০ থেকে ৬০ হাজার লোক শুধু চট্টগ্রাম থেকেই যাবে। অনান্য বিভাগের চেয়ে চট্টগ্রাম থেকে ওখানে সবচেয়ে বেশি লোক থাকবে।’

প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে অন্তত আঠারো বার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু ওনি কখনও পিছপা হননি। আমাদের জন্য ওনি সরে যাননি। যদি ওনি সরে যেতেন তাহলে আমাদের কি অবস্থা হতো- একবার চিন্তা করুন।’

জেন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM