কাশ্মীরে চার অস্ত্রধারী নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক সংঘর্ষে চার অস্ত্রধারী নিহত হয়েছেন। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের দুটি পৃথক এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

ভারতের জাতীয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কাশ্মীরের অবন্তিপোরা এলাকায় নিরাপত্তা রক্ষীদের গুলিতে তিনজন নিহত হয়েছেন। অন্যদিকে, অনন্তনাগের বিজবেহারা এলাকায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে একজন নিহত হন।

- Advertisement -google news follower

উপত্যকায় অস্ত্রধারীদের বিরুদ্ধে এ দুটি ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এডিশনাল ডিরেক্টর বিজয় কুমার।

এর আগে গত সোমবার উপত্যকায় অস্ত্রধারীদের একটি পরিকল্পনা নষ্ট করে দেয়ার দাবি করেছিল পুলিশ। তাদের দাবি, পাকিস্তান অধিকৃত জম্মু থেকে ড্রোনের মাধ্যমে উপত্যকায় অস্ত্রশস্ত্রসহ বিস্ফোরক সরবরাহ করা হচ্ছিল। ইউরোপ থেকে তা নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

- Advertisement -islamibank

এই দলের দুজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছিল পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহের অভিযোগ, উপত্যকায় ‘নতুন খেলা’ শুরু করেছে পাকিস্তান। ড্রোনের মাধ্যমে কাশ্মীরে অস্ত্রসহ মাদক পাচার করছে তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM