চবি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা পরিবহন ধর্মঘটের আওতামুক্ত

0

পূর্বনির্ধারিত সময়ানুযায়ী রোববার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চবির এ ভর্তি পরীক্ষা পরিবহন শ্রমিকদের ধর্মঘটের আওতামুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামীকালের ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৪৪ হাজার ৫৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। ওই ইউনিটের পরীক্ষা আগামীকাল ২৮ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হওয়ার কথা।

এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, কাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়েই হবে। পরিবহন শ্রমিকদের কর্মবিরতি এতে প্রভাব ফেলবে না। আর শহর থেকে ক্যাম্পাসের জন্য ২০ টাকা ভাড়ায় স্পেশাল অনেকগুলো বাস থাকবে। ‘এ’ ইউনিটের পরীক্ষার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে।

এর আগে শনিবার ১ম দিনের ভর্তি পরীক্ষা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM