হাটহাজারীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

চবি’র ভর্তি পরীক্ষার্থীদের দুর্ভোগ

0

হাটহাজারীতে তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরাসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে হাটহাজারী উপজেলার বাসস্টেশন চত্বরে ফটিকছড়িগামী এক বাসচালকের সাথে মডেল থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেনের বাকবিতণ্ডা ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের বাসস্টেশন-জিরো পয়েণ্টে পরিবহন শ্রমিকরা হঠাৎ ব্যরিকেড দিয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষার্থীরাসহ এই সড়কের প্রায় ৩০ রুটের হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর এক ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা এ প্রতিবেদককে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ পরিবহন শ্রমিকরা নৈরাজ্য শুরু করে এবং চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাসস্টেশন চত্বরে সড়কে ব্যারিকেড দেয়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যারিকেড তুলে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM