সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানার মালিক গ্রেফতার

0

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে  জাহাজভাঙা কারখানার এক মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

আবুল কালাম হাবীব (৬০) বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর লালবেগ এলাকায়। তার বিরুদ্ধে মোট ১২টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে আটটি মামলায় সাজা হওয়ায় সেগুলোর গ্রেফতারি পরোয়ানা ছিল।

সোমবার (৩১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, হাবীব সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ সাগর উপকূলে হাবীব স্টিল নামে জাহাজভাঙা কারখানার মালিক।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) পাপেল রায়  বলেন, ১২টি গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাবীব নামের এ ব্যবসায়ী তিন বছর ধরে পলাতক ছিলেন। পরে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে রোববার তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী এবং ঢাকার শ্যামপুর ও মতিঝিলে ১২টি মামলা রয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM