ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি ছাত্রদল নেতার মৃত্যু

0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল হক রোমান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শেখ ফজলুল হক রোমান নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে।

রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রোমান। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন শেখ ফজলুল হক রোমান।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM