চট্টগ্রামে আরও ৪ জন করোনায় আক্রান্ত

0

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজ সোমবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩ এবং বিভিন্ন উপজেলার ১ জন। উপজেলায় আক্রান্ত একমাত্র ব্যক্তিটি মিরসরাইয়ের বাসিন্দা।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৬৫ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩৯৭ জন এবং গ্রামের ৩৫ হাজার ৬৮ জন।

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে গতকাল ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে উপজেলা পর্যায়ে একজনের করোনা পজিটিভ আসে।

ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে গতকাল ১৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও এতে কারো পজেটিভ আসেনি। বেসরকারি ইপিক হাসপাতালে নগরে একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

তাছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২ জনের শরীরে ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM