চট্টগ্রামে আরও ৭৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২২ জন ও সরকারি হাসপাতালে ৫৩ জন চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জেরা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে চলতি বছরে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৭৫০ জন রোগী।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM