গেল দুবছরে ভারতের রিজার্ভ এখন সর্বনিম্নে

দক্ষিণ এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছেই। ভারতের রিজার্ভ ৩৮৪ কোটি ৭ লাখ কমে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৫২ কোটি মার্কিন ডলারে। ২০২০ সালের জুলাইয়ের পর যা সর্বনিম্ন।

- Advertisement -

শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) এ তথ্য জানিয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) জানিয়েছে, গত ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে তা কমেছে ৩ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলার। বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে ৫২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে।

- Advertisement -google news follower

এনডিটিভি বলছে, সবশেষ কয়েক মাস ধরেই অব্যাহতভাবে রিজার্ভের পরিমাণ কমছে। আগের সপ্তাহে সামগ্রিক রিজার্ভের পরিমাণ ৪৫০ কোটি ডলার কমে ৫২ হাজার ৮৩৭ কোটিতে দাঁড়িয়েছে।

২০২১ সালের অক্টোবরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। ওই সময় রিজার্ভের পরিমাণ ছিল ৬৪ হাজার ৫০০ কোটি ডলার।

- Advertisement -islamibank

তবে রুপির মূল্যের পতন রোধ ও আমদানি ব্যয় বাড়ায় প্রচুর পরিমাণে ডলার বিক্রি করতে হচ্ছে আরবিআইকে। এর জেরেই কমছে বৈদেশিক মুদ্রার পরিমাণ।

আরবিআইয়ের সাপ্তাহিক পরিসংখ্যানগত পরিপূরক অনুসারে, বৈদেশিক মুদ্রার সম্পদ যা ফরেক্স রিজার্ভের সবচেয়ে বড় উপাদান, আলোচ্য সপ্তাহে ৩৫৯ কোটি তিন লাখ কমে ৪৬ দশমিক ৫০৭ কোটি ৫ লাখ ডলার হয়েছে।

এ দিকে স্বর্ণের মজুতের আর্থিক পরিমাণ ২৪ কোটি ৭০ লাখ ডলার কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৭২০ কোটি ৬ লাখ ডলারে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM