নরেন্দ্র মোদি প্রকৃত দেশপ্রেমিক: পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে তার পররাষ্ট্রনীতির ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

- Advertisement -

মস্কোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভলদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে শুক্রবার তিনি এমন মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিজনেস টুডে।

- Advertisement -google news follower

ভ্লাদিমির পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন মহান দেশপ্রেমিক, যিনি কিছু প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম।’

ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বৈশ্বিক বিষয়ে দেশটির ক্রমবর্ধমান ভূমিকার বিষয়ে মোদি আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেন পুতিন।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘সত্যিই ঘনিষ্ঠ মিত্র সম্পর্কের ভিত্তির ওপর চলে আসছে ভারত-রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক। ভারত ও রাশিয়ার মধ্যে কোনো সংকট নেই, একে অন্যকে সব সময়ই সমর্থন দিয়েছে। এই সম্পর্ক ভবিষ্যতে থাকার ব্যাপারেও আমি আত্মবিশ্বাসী।’

এশিয়ার এই দেশের সঙ্গে বাণিজ্যের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারতের কৃষি খাতের জন্য সার খুব প্রয়োজনীয় জিনিস। মোদি আমাকে সারের রপ্তানি বাড়াতে বলেছেন। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM