ঢাকায় গিয়ে মামলার হুমকি ড. কামালের

0

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, মিছিল সমাবেশ জনগণের সাংবিধানিক অধিকার। সরকার সে অধিকারে বাধা দিয়ে পদে পদে সংবিধান লঙ্ঘন করছে। লালদিঘীতে কেন সমাবেশ করতে দেয়া হচ্ছে না তা খুঁজে বের করবো। ঢাকায় গিয়ে সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করবো।

তিনি শনিবার (২৭ অক্টোবর) বিকেলে নগরের নুর আহমদ সড়কে ঐক্যফ্রন্টের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি ড. কামাল আরো বলেন, সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। সরকার সেবক। এখন সেবকরা মালিককে কষ্ট দিচ্ছে। লালদিঘীতে সমাবেশ হলে সবাই বসে কথা শুনতো। রাস্তার উপর সমাবেশে এসে একটানা ৪ ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য শোনা কষ্টকর। যারা এই কষ্ট দিল তাদের বিচার জনতার আদালতে হবে।

 

জয়নিউজ/অভি/ফারুক/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM