করোনা : দেশে আরও একজনের মৃত্যু,শনাক্ত ১৩৭

0

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে একজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১৭ জনে।

তাছাড়া দেশের বিভিন্ন ল্যাবে মোট ৩ হাজার ৮০৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৭ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ করা হয়। শনাক্ত হয় ১৩৭। এ পর্যন্ত দেশে মোট ২০ লাখ ৩৪ হাজার ৮শ ৬৬ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪০৭ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৮ হাজার ৩৪৩ জন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM