ধর্ষণ-হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ১৮ বছর

ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

মঙ্গলবার মধ্যরাতে ৪৪ বছর বয়সী আব্দু মুনাফকে গ্রেপ্তার করাভহউ।

- Advertisement -google news follower

বুধবার কক্সবাজার র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

২০০৪ সালে টেকনাফ থানায় করা একটি ধর্ষণ ও হত্যা মামলার আসামি হন টেকনাফের জাদিমুড়া এলাকার আব্দু মুনাফ। পরে তিনি বিভিন্ন ভুয়া পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

- Advertisement -islamibank

গ্রেপ্তারের পর তার আত্মগোপনে থাকার এমন কাহিনির বর্ণনা দেন। স্বীকারও করেন ধর্ষণ-হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার কথা।

৪৪ বছর বয়সী মুনাফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা। প্রতিবেশী এক নারীকে ধর্ষণ ও পরে হত্যার ঘটনায় তার নামে টেকনাফ থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

আবু সালাম চৌধুরী বলেন, ‘২০০৪ সালে করা ধর্ষণ ও হত্যা মামলায় ১৮ বছর ধরে পলাতক ছিলেন মুনাফ। পরে ওই ব্যক্তির এলাকায় আসার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।’

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM