সিআরবিতে ৫ কেজি গাঁজা নিয়ে দুই কারবারি ধরা

0

চট্টগ্রাম নগরের সিআরবি গোয়াল পাড়া থেকে দুই মাদক কারবারিকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি (বন্দর- পশ্চিম ) বিভাগের টিম-৫২।

আটককৃতরা হলেন – মোহাম্মদ সোহেল (২৫) ও নাজিমউদ্দীন (৪৫)।

মহানগর গোয়েন্দা (বন্দর- পশিম) বিভাগের এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, আজ ২৫ অক্টোবর সকাল ৯ টায় কোতোয়ালী থানাধীন সিআরবি গোয়াল পাড়াস্হ এরশাদ উল্লার ভাড়া ঘরে তল্লাশি চালায়। এসময় গাঁজাগুলো উদ্ধার হয়। পরে জড়িত থাকার অভিযোগে ওই দুইজনকে আটক করে।

ডিবির দাবি, আটককৃতরা পরস্পর যোগসাজসে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা কিনে বেশি দামে বিক্রির জন্য হেফাজতে রেখেছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM