সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

0

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে সিত্রাং। সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে সোমবার দুপুরে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে।

দ্বীপের বাসিন্দারা জানান, জাহাজটিতে অনেক কন্টেইনার এবং অন্যান্য মালামাল রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, “সাগরে ভেসে একটি বড় জাহাজ ছেঁড়া দ্বীপে এসেছে। এছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে গেছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গেছে। আমরা বিশেষ করে, দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।”

তিনি জানান, ভেসে আসা জাহাজটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “সাগর থেকে ভেসে একটি বিদেশি জাহাজের খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM