রাঙামাটিতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ১০

0

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়‌কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানে‌র মুখোমু‌খি সংঘর্ষে কমপক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) সকালে কাউখালীর সুগার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পাহাড়িকা পরিবহনের বাসটি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সুগার মিল এলাকায় ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভার‌টেক করতে গিয়ে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়েছেন।

চালক ও হেলপারসহ ৩ জন‌কে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

সংঘর্ষের পর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে সুগার মিল এলাকায় প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কাউখালী থেকে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাস্তা থেকে গাড়ি সরিয়ে দিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM