বাকলিয়ায় দুই প্লাস্টিক কারখানা পুড়ে ছাই

নগরের বাকলিয়ায় দুইটি প্লাস্টিক কারখানাসহ কয়েকটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় দেড় কোটি টাকার মতো মূলধন শেষ হয়ে গেছে।

- Advertisement -

আজ রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে বাকলিয়ার নোমান কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

আগুনে পুড়ে যাওয়া মেসার্স শাহজাহান পলির পরিচালক মো. মারুফ বলেন, আমাদের দুটি প্লাস্টিক রিসাইকল ফ্যাক্টরি রয়েছে। একটিতে প্লাস্টিক দানা তৈরি হয়। অন্যটিতে প্লাস্টিকের কুচা বানানো হয়। আগুনে পুরো ফ্যাক্টরি পুড়ে গেছে।

লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জয় নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM