নিশির ডাক!

0

শাশুড়ি-বউমার যুদ্ধ কিংবা পুরাণের কাহিনি নিয়ে আপাতত মজে রয়েছে টেলি দুনিয়া। কিন্তু যারা একটু অন্য স্বাদ পেতে চান তাদের কথা ভেবেই ছোটপর্দায় আসছে নতুন এক ধারাবাহিক।

স্টার গ্রুপের একটি চ্যানেলে সম্প্রচারিত ভূতুড়ে সিরিয়াল ‘কেয়ামত কি রাত’ এর কাহিনি ইতোমধ্যে মন ছুঁয়েছে দর্শকদের। এই সিরিয়ালটির বাংলা ডাবিং চলছে স্টার জলসায়।  কখন এটা শুরু হবে তা জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি ‘নিশির ডাক’ শুনতে পাবেন দর্শক।

শাশুড়ি-বউমার পারিবারিক গল্প ছেড়ে যারা ভিন্নস্বাদের কিছু উপভোগ করতে চান, তাদের কথা ভেবেই নতুন এই ধারাবাহিকের আয়োজন বলেই দাবি চ্যানেল কর্তৃপক্ষের। আর ‘নিশির ডাক’ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শক।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM