প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

টি-২০ বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর। প্রথম ম্যাচে গত বছর সংযুক্ত আরব আমিরাতে ফাইনাল খেলা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মুখোমুখি হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর সকাল (বাংলাদেশ সময়) ১০টায়।

- Advertisement -

তবে ওই ম্যাচের প্রতিপক্ষ ছিল অজানা। বৃহস্পতিবার বাছাইপর্ব থেকে চূড়ান্ত হলো যে, প্রথম ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে টাইগাদের।

- Advertisement -google news follower

সুপার টুয়েলভের সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ‘গ্রুপ’ থেকে রানার্স আপ হয়ে আসা দলের বিপক্ষে। বৃহস্পতিবার ডাচরা শ্রীলঙ্কার বিপক্ষে হেরেও মূল পর্বে জায়গা পেয়েছে। কারণ মূল পর্বে যাওয়ার লড়াইয়ে শক্তভাবে থাকা দল নামিবিয়া শেষ ম্যাচে আমিরাতের কাছে হেরেছে।

সুপার টুয়েলভে গ্রুপ-২’তে আছে বাংলাদেশ। সরাসরি সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাঁচটি ম্যাচ খেলবে টাইগাররা। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে শ্রীধরন শ্রীরামের দলের। তবে পঞ্চম দল এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার গ্রুপ ‘বি’র ম্যাচ আছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল যুক্ত হবে বাংলাদেশের গ্রুপে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM