সিজেএফআরএ এলিট রেফারিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত

0

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের উদ্যোগে আজ ২০ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সম্মেলন কক্ষে সিজেএফআরএ এলিট রেফারিং কোর্স-২০২২’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, খায়রুল আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ, স্পন্সর আবদুল মান্নান, ফুটবল রেফারি এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টিপু, কোর্স প্রশিক্ষক জিএম চৌধুরী নয়ন, রিটুরাজ বড়ুয়া, মাহমুদ হাসান মামুন, শরীফুজ্জামান খান টিপু, খোরশেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পাঁচদিন ব্যাপী এই এলিট রেফারিং কোর্সে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM