লাজ ফার্মাতে অনিবন্ধিত বিদেশী ওষুধ-প্রসাধনী, লাখ টাকা জরিমানা

নগরের জিইসি মোড় এলাকায় লাজ ফার্মাতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় লাজ ফার্মা থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশী ওষুধ, অনুমোদিত বিদেশী চকলেট ও বিদেশী প্রশাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্তের অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

এছাড়া কোন রেজিস্টার্ড ফার্মাসিস্ট এর উপস্থিতি ছাড়াই ঔষধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এসময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশী প্রশাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ঔষধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM