বিষাক্ত অ্যালকোহল পানে ২১ জনের মৃত্যু

0

পেরুর শহর হুয়ানুকোর রাস্তায় গত সপ্তাহে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় অ্যালকোহল বিষক্রিয়ায় ফলে নিহত হয়েছেন তারা।

বিষাক্ত অ্যালকোহল পান করে বেশ কয়েকজন মাটিতে পড়েছিল। পরে তাদের বাঁচাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বেশ কজন পথিমধ্যে ও পরে হাসপাতালে আরও বেশ কজন মারা যান।

বিষাক্ত ওই মদের উৎস অনুসন্ধানে স্থানীয় বাজার পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও বিক্রি হওয়া একাধিক সস্তা মদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কথা বলা হয়েছে মদ বিক্রেতাদের সাথেও। তবে এখন পর্যন্ত বিষাক্ত অ্যালকোহলের উৎস খুঁজে পায়নি প্রশাসন।

পেরুর আঞ্চলিক স্বাস্থ্য পরিষেবার পরিচালক ভিলমা লান্টো কুয়েনকা বলেছেন, বিষাক্ত পানীয় শনাক্ত করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM