উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে আরও এক রোহিঙ্গা নিহত

0

কক্সবাজারের উখিয়ায় আরও এক রোহিঙ্গাকে ধারালো ছুরির আঘাতে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত আটটার দিকে উখিয়া তাজনিমার খোলা ক্যাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গার নাম সৈয়দ হোছাইন। তিনি উখিয়া তাজনিমার খোলা ১৯ নাম্বার ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, ক্যাম্প সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত সৈয়দ হোছাইনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

এর আগে ১৫ অক্টোবর রাতে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM