চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত ৯১

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৯১ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছে।

ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সেবামূলক বিভিন্ন সংস্থাকে নগর পরিস্কার-পরিচ্ছন্নতা জোরদারের আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

- Advertisement -islamibank

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৬শ ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
এর মধ্যে ৭৯২ জন পুরুষ এবং ৪৬১ জন নারী এবং শিশু রোগী রয়েছেন ৪২১ জন। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২শ ৩০ জন মহানগর এবং ৪শ ৪৪ জন বিভিন্ন উপজেলার রোগী।

এছাড়া চলতি বছরে শেষ খবর পাওয়া পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগর ও উপজেলায় মোট ১২ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে।

উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১শ ১৫ জন আক্রান্ত হয়েছে সীতাকুণ্ড উপজেলায়, এরপর কর্ণফুলী এলাকায় ৬৭ জন।

তাছাড়া সাতকানিয়ায় ৪৮ জন, পটিয়ায় ৪৬ জন, হাটহাজারীতে ৩৫ জন, লোহাগাড়ায় ২০ জন, বোয়ালখালীতে ১৮ জন, মিরসরাইয়ে ১৪, বাঁশখালীতে ২০ জন, রাঙ্গুনিয়ায় ১২ জন, আনোয়ারায় ১০ জন, রাউজানে ১৩ জন, চন্দনাইশে ১১ জন, ফটিকছড়িতে ১০ জন ও সন্দীপ উপজেলায় ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM