চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পেয়ারুলের জয়

0

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম। আজকের জেলা পরিষদ নির্বাচনে তিনি ২ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন।

আজ সোমবার (১৭ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান।

নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রামে ১৫টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ ভোটারের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ভোট দিয়েছেন। যা ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে আনারস প্রতীক নিয়ে এটিএম পেয়ারুল ইসলাম ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।

ফলাফল ঘোষণার পর এটিএম পেয়ারুল ইসলাম বলেন, এই জয় চট্টগ্রামবাসীর। চট্টগ্রামের উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে জানান।

জেএন/এফও/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM