ভোট গ্রহণ চলছে কংগ্রেস সভাপতি নির্বাচনের

ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট চলছে। গান্ধী পরিবারের বাইরে কোনো প্রার্থী নেই এবারের নির্বাচনে। জ্যেষ্ঠ নেতা মল্লিকার্জুন খড়গে আর শশী থারুর, মাত্র দুজন প্রার্থী।

- Advertisement -

সোমবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ ভোট বিকেল ৪টা পর্যন্ত চলার কথা রয়েছে। আগামী বুধবার (১৯ অক্টোবর) ভোটের ফলপ্রকাশের কথা রয়েছে। ৯ হাজারের বেশি প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সদস্যের ভোটে নির্ধারিত হবে কংগ্রেসের স্টিয়ারিং কার হাতে যাবে।

- Advertisement -google news follower

খাগড়েকে বলা হচ্ছে, গান্ধী পরিবারের অঘোষিত প্রার্থী হিসেবে আর শশী থারুরকে বলা হচ্ছে পরিবর্তনের ফেরিওয়ালা হিসেবে। গতকাল রোববার খড়গে বলেন, তিনি যদি সভাপতি নির্বাচিত হন তবে দলের কার্য পরিচালনায় গান্ধী পরিবারের পরামর্শ ও সমর্থন নিতে লজ্জা পাবেন না।

দীর্ঘ দিন পর আজ সোমবার হচ্ছে ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ। কর্নাটক রাজ্যে ভোট দিয়েছেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।

- Advertisement -islamibank

অন্যদিকে সোনিয়া গান্ধীও ভোট দিয়েছেন। প্রতিক্রিয়ায় বলেছেন, দীর্ঘ দিন ধরে এ দিনটির জন্য অপেক্ষায় ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM