টস জিতে সাকিবদের ব্যাটিংয়ে পাঠালেন নবী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। এশিয়ার দুই দলই এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে এই ম্যাচটি খেলছেন বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

- Advertisement -

ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ তাই ম্যাচে প্রথমে বোলিং করবে।

- Advertisement -google news follower

প্রস্তুতি ম্যাচে দুই দলই স্কোয়াডের সব সদস্যকে ব্যবহার করতে পারবে। দুই দলেরই এটি প্রথম প্রস্তুতি ম্যাচ।

একনজরে দুই দলের স্কোয়াড

- Advertisement -islamibank

আফগানিস্তান : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সালিম সাফি, উসমান ঘানি।

বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী চৌধুরী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM