সিএমএসওএ’র কমিটি গঠন: সভাপতি অহিদ সিরাজ-সম্পাদক মনসুর

0

চিটাগাং মেট্রোপলিটন সপ অনার্স এসোসিয়েশনের ২০২২-২৩ এর ৮৩ সদস্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও জয় নিউজ বিডি ডট কমের প্রকাশক-সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন সভাপতি নির্বাচিত হয়েছেন।

চিটাগাং মেট্টোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনসুর আলম চৌধুরী।

কমিটিতে আবুল কাসেমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। তাছাড়া সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, অতিরিক্ত সা. সম্পাদক কামাল উদ্দিন, কামাল উদ্দিন (২), সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ফরিদ উদ্দিন রয়েছেন নতুন কমিটিতে।

চট্টগ্রাম মহানগরের ৬৫টি মার্কেটের সভাপতি সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির বিভিন্ন সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হয়।

এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান দি চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহাবুবুল আলম।

এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির দ্বিতীয় বারের মত নির্বাচিত সভাপতি ও দি চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন, নির্বাচন কমিশনার খাইরুল ইসলাম, আবদুল হান্নান ও মোহাম্মদ ইসমেইল।

জেএন/এফও/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM