প্রথম ম্যাচেই অঘটনের শিকার শ্রীলঙ্কা, নামিবিয়ার সহজ জয়

অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হল এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইসিসির সহযোগী দেশ নামিবিয়ার কাছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ৫৫ রানের পরাজয় বরণ করেছে লঙ্কানরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় নামিবিয়া। এরপর বোলিংয়ে নেমে ১৯ ওভারের মধ্যে ১০৮ রানে আটকে দেয় লঙ্কানদের। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৫ রানের দারুণ জয় দিয়ে শুভসূচনা করল নামিবিয়া।

- Advertisement -

রবিবার (১৬ অক্টোবর) গিলংয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল নামিবিয়া। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি নামিবিয়ার৷ ১৬ রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই উইকেট। তবে ছোট ছোট পার্টনারশিপে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকা ওরা। ১৪.২ ওভারে ৯৩ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জন ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিথ। তাদের ৭০ রানের পার্টনারশিপের ওপর ভর করে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় নামিবিয়া।

- Advertisement -google news follower

১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে শ্রীলঙ্কা। সেখান থেকে আর উঠেই দাঁড়াতে পারেননি এশিয়ার সেরারা। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে যোগ করেন ৩৮ রান আর হারায় তিন টপ অর্ডার ব্যাটার কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা আর দানুষ্কা গুনাথালিকাকে। পাওয়ার প্লের পরের ওভারেই ধনাঞ্জয়া সিলভাকে সাজঘরে ফেরান ফ্রাইলিঙ্ক।

এরপর ৫ম উইকেট জুটিতে ভানুকা রাজাপাক্ষেকে সাথে নিয়ে ক্যাপ্টেন শানাকা ২৩ বলে ৩৪ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাঁধা হয়ে দাঁড়ায় নামিবিয়ান বোলাররা। বাঁহাতি বোলার মার্টিনেসের শিকার হয়ে সাজঘরে ফেরেন রাজাপাক্ষে। তারপরই যেন শ্রীলঙ্কান ব্যাটিং শিবিরে যাওয়া আসার মিছিল শুরু হয়ে। ১৮ রানেই হারিয়ে বসে হাসারাঙ্গা, শানাকা, প্রামোদ মাদুসান আর চামিকা করুনারত্নের উইকেট। লঙ্কানরা ৯২ রানেই হারিয়ে বসে ৯ উইকেট। শেষ উইকেট জুটিতে দুশামান্থা চামিরা ও মাহেশ থিকসানা ১৬ রানের জুটি গড়ে শুধু ব্যবধানটাই কমায়। দুশামান্থা চামিরাকে ডেভিড ওয়াইজ ৮ রানে ফেরালে মাত্র ১০৮ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। আর আইসিসির সহযোগী দেশ নামিবিয়া নিজেদের প্রথম ম্যাচেই পায় ৫৫ রানের বিশাল জয়।

- Advertisement -islamibank

সংক্ষিপ্ত স্কোরকার্ড
টস : শ্রীলঙ্কা

নামিবিয়া : ১৬৩/৭ (২০ ওভার)
ফ্রাই লিঙ্ক ৪৪, স্মিথ ৩১
প্রাথুম ২/৩৭, থিকসানা ১/২৩

শ্রীলঙ্কা : ১০৮/১০ (১৯ ওভার)
শানাকা ২৯, রাজাপক্ষে ২০
ব্রেনার্ড ২/১৮, ফ্রাইলিঙ্ক ২/২৬

ফল : নামিবিয়া ৫৫ রানে জয়ী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM