ইস্টার্ন রিফাইনারিতে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ইস্টার্ন রিফাইনারির জিএম (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. রায়হান আহম্মদকে।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ।

- Advertisement -google news follower

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের প্রসেস সাইটে কোনো ধরনের সমস্যা হয়নি। আমাদের ইউনিটগুলো চালু আছে।

এর আগে শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

- Advertisement -islamibank

এ বিষয়ে ইস্টার্ন রিফাইনারির উপমহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। তবে এতে বড় ধরনের কোনো কিছু হয়নি।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM