আড়াই কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত ২ যাত্রী আটক

0

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের তিন কেজি স্বর্ণসহ দুবাইফেরত দুই যাত্রীকে আটক করা হয়েছে।

এপিবিএন-কাস্টমস ও এনএসআই’য়ের যৌথ অভিযানে এসব স্বর্ণসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার আবেদন করেছে বিমানবন্দরের কাস্টম হাউস।

এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম সুমন (৪১) ও আমিন-অর-রশীদ (২১)। তাদের দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল তারা দুবাই থেকে বাংলাদেশে আসেন।

কাস্টম হাউস জানিয়েছে, অভিযুক্তরা স্বর্ণ বহনের বিষয়ে প্রয়োজনীয় নথি প্রদর্শন করতে পারেনি বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM