চট্টগ্রামে একদিনে আরও ২৩ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে নতুন করে আরও ২৩ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি।

আজ শনিবার (১৫ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে ২০১টি নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ১৭ জন এবং বাকি ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে হাটহাজারীতে ২, পটিয়ায় ২, লোহাগাড়া ১ ও বোয়ালখালীতে একজন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৩১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ২৮৬ জন এবং ৩৫ হাজার ২৭ জন বিভিন্ন উপজেলার।

তাছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা যাওয়া ১ হাজার ৩শ ৬৭ জনের মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা এবং আর বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM