সীতাকুণ্ডে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

0

সীতাকুণ্ডের  ঘোড়ামারা এলাকা থেকে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে অস্ত্রসহ নিজাম উদ্দিন (৩৫) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় একটি দেশীয় পাইপগান ও দুইটি কার্তুজ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানার উত্তর ঘোড়ামারা জোড়া আমতলস্থ ফুটওভার ব্রিজের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত নিজামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহাসড়কে ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন ভূঞা বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

নিজাম উপজেলার উত্তর সোনাইছড়ি জোড়া আমতল এলাকার সফিউল আলমের পুত্র।

জয়নিউজ/ সেকান্দর/আরসি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×