সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক

0

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তাহসিন (১৬)কুমিল্লা সদরের বাসিন্দা এবং কাশেমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। এ সময় তার আরও ‍দুই বন্ধু ঢেউয়ে ভেসে গেলেও তাদের উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। পরদিন সকালে তাদের একজনের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র রেখে অন্যরা সৈকতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তীব্র স্রোত তাদের টেনে নিয়ে যাওয়ার সময় বিচকর্মীরা দু’জনকে উদ্ধার করেন। তবে এ সময় তাহসিনকে উদ্ধার করা যায়নি। উদ্ধার দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM