শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

0

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলেও শুক্রবার (২৬ অক্টোবর) সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

স্কোরঃ জিম্বাবুয়ে ২৫/২ (৮ ওভার) টেইলর ৬, উইলিয়ামস ১৩

দুই ওপেনারের বিদায়ঃ

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৬ রানের মাথায় সাজঘরে ফিরেছেন দুই ওপেনার জুহাইয়ো এবং অধিনায়ক মাসাকাদজা।ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসেই ওপেনার চিপাস ঝুয়াওকে সরাসরি বলে বোল্ড করে সাজঘরে ফেরান সাইফ।

এরপরের ওভারে মাসাকাদজা’র স্ট্যাম্প ভেঙ্গে দেন আবু হায়দার রনি। দুই ওপেনারের বিদায়ে ক্রিজে নেমেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM