পাকিস্তানে চলন্ত বাসে আগুন লেগে ১৭ যাত্রীর মৃত্যু

0

পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে একটি চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।

সংসদীয় স্বাস্থ্যসচিব সিরাজ কাসিম সোমরো সাংবাদিকদের বলেন, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় ১৭ জন যাত্রী মারা গেছেন। ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে।

জামশোরো জেলা প্রশাসক আসিফ জামিল জানিয়েছেন, ওই বাসটিতে ভ্রমণকারী সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা মোটরওয়ের বাইরে কোথাও স্থানান্তরিত হয়েছিলেন। এদিন তারা বাসে করে দাদু জেলায় বাড়ি ফিরছিলেন।

তারা ব্যক্তিগত পরিবহন ব্যবহার করছিলেন বলে জানান জামিল। সিন্ধু প্রদেশের সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে একটি দাদু জেলা।

কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, বাসের পেছনের অংশে আগুন লেগেছে, যা পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর রয়টার্স

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM