বাংলাদেশকে হেসে খেলেই হারাল পাকিস্তান

শূণ্য প্রাপ্তি নিয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট টিম। নিয়ম রক্ষার শেষ ম্যাচে পাকিস্তানকে ১৭৪ রানের টার্গেট দিয়েও ক্যাস মিসে হেরেছে সাকিবের দল।

- Advertisement -

নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে বলা যায় অনেকটা হেসে খেলেই টাইগার বাহিনীকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

- Advertisement -google news follower

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কাপ্তান সাকিব। অন্যদিনের মতো আজও শুরুতে হতাশায় ডুবিয়েছে দুই ওপেনার। তবে সাকিব-লিটনের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে ১৭৩ রান করতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য ক্রিজে আসেন বাবর-রিজওয়ান জুটি।

ব্যাটিংয়ে নেমে দেখে শুনে খেলতে থাকে এই দুই পাক ওপেনার। এর মধ্যে ছিল বাংলেদেশের ফিল্ডিং মিসের মহড়া। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৬ রান তুলেন পাকিস্তানের দুই ওপেনার।

- Advertisement -islamibank

১১ তম ওভারে রিজওয়ানকে প্যাভিলিয়নে পাঠানোর সুযোগ পায় বাংলাদেশ। তবে শরিফুলের বলে রিজওয়ানের সহজ ক্যাচ ছেড়ে দেন সাইফিউদ্দিন।

তবে পরের ওভারে পাকিস্তানের অধিনায়ককে ফেরান হাসান। মোসাদ্দেকের তালুবন্দি হন বাবর আজম। এর আগে ৪০ বলে নয় চারে ৫৫ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

এরপর ক্রিজে আসেন হাইদার আলী। একই ওভারে তাকেও ফেরান ডান হাতি পেসার হাসান। জয়ের সম্ভাবনা তৈরি হয়। তবে সেই স্বপ্নে ধুলো দিয়ে দেন রিজওয়ান ও নওয়াজ।

দ্রুত সময়ে ৬৪ রানের পার্টনারশিপ করেন রিজওয়ান-নওয়াজ। ম্যাচের শেষ মূহুর্তে রিজওয়ানকে ফেরান সৌম্য। তবে এতেও শেষ রক্ষা হয়নি। চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান নওয়াজ।

২০ বলে পাঁচ চার এক ছয়ে বিধ্বংসী ৪৫ রানের ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM