রেঞ্জার্সের জালে সালাহ’র হ্যাটট্রিকে লিভারপুলের ৭ গোল

0

ইনজুরি জর্জরিত লিভারপুল। মৌসুম শুরু না হতেই লিগ শিরোপার আশা শেষ। পরীক্ষা এখন চ্যাম্পিয়ন্স লিগ। সেখানে বুধবার রাতে রেঞ্জার্সের বিপক্ষে ৭-১ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয় রেডসরা। গোল করেন রর্বাতো ফিরমিনো। দ্বিতীয়ার্ধে দলটি করেছে আরও ছয় গোল। প্রথমটি আসে ফিরমিনো, পরেরটি ডারউইন নুনেজের পা থেকে।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে নামেন মো সালাহ। তিনি ৭৫ মিনিটে নিজের প্রথম গোল করেন। দ্বিতীয় গোল করতে নেন পাঁচ মিনিট। ম্যাচের ৮১ মিনিটে হ্যাটট্রিক করেন মিশরিও তারকা।

এরপর ৮৭ মিনিটে শেষ গোল করেন ইলিয়ট। এই জয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল লিভারপুল। তাদের গ্রুপ থেকে নাপোলি অবশ্য বুধবার আয়াক্সকে ৪-২ গোলে হারিয়ে পরের ধাপে জায়গা পাকা করেছে।

জেএন/এমআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM