এশিয়া কাপে জাহানারাদের বিদায় ঘন্টা বাজালো বৃষ্টি

এশিয়া কাপ থেকে স্বাগতিকদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল বৃষ্টি। বৃষ্টির কারণে বাদ পড়তে হলো জাহানার-নিগারদের। এদিকে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।

- Advertisement -

আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো এশিয়া কাপে জাহানার-নিগারদের সেমিফাইনাল। মঙ্গলবার (১১ অক্টোবর) সিলেটে ভারী বর্ষণের কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না।

- Advertisement -google news follower

সকাল সাড়ে ৮টায় টস হওয়ার কথা ছিল। অঝোরে ঝরতে থাকা বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। বাড়তে থাকে অপেক্ষা। বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। দুই ঘণ্টা অপেক্ষার পর ১০টা ৫৪ মিনিটে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। ৬ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড। ৮ পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM