সংরক্ষিত বনে হাতি শাবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতরে একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগের ধারণা, দু-তিন দিন আগে লিভার ইনফেকশনে হাতি শাবকটি মারা গেছে। হাতিটির বয়স দুই থেকে আড়াই বছর।

- Advertisement -

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের মধুরশিয়া সংরক্ষিত বনের ইদ্রিসের ঘোনা নামক এলাকায় হাতি শাবকটি মারা যায়। সকালে স্থানীয় লোকজন হাতি শাবকটির মৃতদেহ দেখতে পায়।

- Advertisement -google news follower

আজ রোববার বিকেলে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাতি শাবকটির বয়স দুই থেকে আড়াই বছর জানান তিনি।

বন বিভাগের এই কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে হাতি শাবকটি পুঁতে ফেলা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছে দুই-তিন আগে এটির মৃত্যু হয়েছে।

- Advertisement -islamibank

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন বলেন, হাতি শাবকটি লিভার ইনফেকশনে মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই বছরে কক্সবাজারের বনে ১০টি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকটি হাতিকে গুলি ও বৈদ্যুতিক ফাঁদ পেতে মারা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

জেএন/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM