ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

সাম্প্রতিক সময়ে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে উত্তর কোরিয়া। সেই ধারাবাহিকতায় আজ রোববার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল দেশটি। রয়টার্স।

- Advertisement -

এ যাত্রায় ছয় মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানান, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

- Advertisement -google news follower

এভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় কোরিয়া উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ‘মারাত্মক উসকানি’ দিচ্ছে উত্তর কোরিয়া, যা এই অঞ্চলের শান্তি বিনষ্ট করবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় আমরা মিত্রদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। উত্তর কোরিয়া যে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা অবশ্যই বন্ধ করতে হবে।

- Advertisement -islamibank

জেএন/এফও/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM