বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্থান

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫’র ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্থান শুরু হয়।

- Advertisement -

সেই অপশক্তির দমন নির্যাতনে মুজিব আদর্শের কর্মীরা স্তব্ধ। সেই দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে একঝাঁক তরুণ চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে আওয়ামী রাজনীতির ঝান্ডা উড়িয়েছে।

- Advertisement -google news follower

সেই তরুণদের মধ্যে আমিও একজন। সেই তরুণদের অনেকেই আজ চট্টগ্রাম তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

আজ শনিবার (৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সম্মেলন কক্ষে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ, সভাপতি ডা. শেখ শফিউল আযম, সা.সম্পাদক মো লিয়াকত আলী খান, সিনিয়র সহ সভাপতি মাহবুব চৌধুরী, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, মো নাজিম উদ্দীন, নিরেন্দু বিকাশ চৌধুরী, মো আবদুর রহমান, মো মুছা, সাংগঠনিক সম্পাদক এড দীপক কান্তি, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের অপরাপর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM