বাংলাদেশের দ্বিতীয় হার,এগিয়ে ভারত

নারী এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো পরাজিত হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানে থেমে যায় লাল-সবুজের দলের মেয়েদের ইনিংস।

- Advertisement -

তাই ৫৯ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এবারের নারী এশিয়া কাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। হেরেছে পাকিস্থান ও আজ ভারতের কাছে।

- Advertisement -google news follower

তবে দুইটি জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখনো সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারতের মেয়েরা।

মালেশিয়ার সাথে বড় জয় সঙ্গী করে আজ শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। বিপরীতে আগের ম্যাচে ভারত হেরেছে পাকিস্তানের কাছে। তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারত। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১৫ ওভার পাত্তায় দেয়নি বাংলাদেশের বোলারদের।

- Advertisement -islamibank

ওপেনিং জুটিতেই মূলত ভিত গড়ে নেয় ভারত। স্মৃতি-শেফালি মিলে শুরুর জুটিতে তোলেন ৯৬ রান। এর মধ্যে পাওয়ার প্লেতেই ঝড় তুলে দুজন করেন ৫৯ রান।

১২তম ওভারে রান আউটে ভাঙে এই জুটি। ৩৮ বলে ৪৭ রান করে ফিরে যান স্মৃতি। ওপেনিং জুটি ভাঙার পর ৩৫ রানে ভারতের ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

তবুও শেফালির ইনিংসের সুবাদে বড় সংগ্রহ পেয়ে যায় ভারত। শেষ দিকে দলে ভূমিকা রাখেন জেমিইমাহ। তিনি খেলেন অপরাজিত ৩৫ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩ ওভারে ২৭ রান দিয়ে তিনটি উইকেট নেন রুমানা। ১৬ রান খরচায় একটি উইকেট নেন সালমা খাতুন।

১৬০ রানের লক্ষ্য তাড়া করমে নেমে সাবধানে শুরু করে বাংলাদেশ। দশম ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে আসে ৪৫ রান। ২৫ বলে ২১ করে ফিরে যান মুর্শিদা খাতুন। ৪০ বলে ৩০ করেন ফারজানা হক। ৪ বল পরই ফিরেন রোমানাও। রান আউটের শিকার হয়ে শূন্য রানেই ফেরেন তিনি।

তবে একপ্রান্ত আগলে দারুণ খেলতে থাকেন অধিনায়ক নিগার সুলতানা। তবে ১৯তম ওভারে তিনিও ফিরেন সাজঘরে। তার নামের পাশে তখন ২৯ বলে ৩৬ রান।

এর আগে রিতু মনিও ফিরে যান ১২ বলে ৪ রানে। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল দু’জনেই ফিরেন ব্যক্তিগত ১ রানে। ফলে দলীয় শতক স্পর্শ করাও তখন হুমকির মুখে। তবে ইনিংসের শেষ বলে শতক পূরণ করে বাংলাদেশ হেরে যায় ৫৯ রানের বড় ব্যবধানে।

২০১৮ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি টাইগ্রেসদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। তাই আজ ১৬০ রান টপকে জিততে হলে গড়তে হতো নতুন রেকর্ড। যা করা সম্ভব হয়নি বাংলাদেশের মেয়েদের।

ভারতের পক্ষে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ২ উইকেট নিয়েছেন খণ্ডকালীন অফস্পিনার শেফালি। দিপ্তী শর্মা ৪ ওভারে ১৩ রান দিয়ে দিয়েছেন দুইটি উইকেট। এছাড়া স্নেহ রানা ও রেনুকা সিংয়ের শিকার একটি করে উইকেট।

চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে বাংলাদেশ দল। এর আগে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৭২ রানে হারিয়ে বাংলাদেশকে টপকে তিনে উঠে যায় শ্রীলংকা। তাদের সমান ৬ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে পাকিস্তান। চার জয়ে শীর্ষে ভারত।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM