চট্টগ্রামের ৯টি আসনে প্রার্থী দিবে কল্যাণ পার্টি

আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টি বৃহত্তর চট্টগ্রামে ৯ আসনে প্রার্থী দিবে। এছাড়া সারা দেশে ৫০ আসনে প্রার্থী ঘোষণা করবেন। সম্ভাব্য প্রার্থীরা মানষিক প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন সংগঠনটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।

- Advertisement -

আজ ৮ অক্টোবর শনিবার দুপুরে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে ‘মিট দ্যা প্রেস’-এ তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা আশা করছি নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে আলোর দিশা দেখাবে। সাহসী মেধাবী তরুণদের হাত ধরেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ কল্যাণ পার্টি বিদেশে আমাদের কোনও শত্রু তৈরী হউক সেটা কামনা করে না। আমরা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পক্ষে। যে সকল দেশের সাথে যোগাযোগ নেই সে সকল দেশের সাথে যোগাযোগ তৈরী করতে হবে।

তিনি বলেন, একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এর অধীনে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও দলগুলোর দাবীর প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। অবিলম্বে সকল মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। সকল আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

- Advertisement -islamibank

মিট দ্যা প্রেস-এ সংগঠনের মহাসচিব আবদুল আউয়াল মামুন, স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইসলাম ইকবাল ও সেক্রেটারী এ্যবডভোকেকট মামুন জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন।

জেএন/এফও/এও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM