দুইদিন পর হালদা নদীতে ভেসে উঠল মাদরাসা ছাত্রের মরদেহ

0

হাটহাজারীতে হালদা নদীতে মুহাম্মদ আনাসের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুহাম্মদ আনাস গড়দুয়ারা এলাকার মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারীর একটি মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা নদীর পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলার সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিন জন বলটি আনতে হালদা নদীতে ঝাঁপ দেয়। দুইজন ফিরে আসতে পারলেও আনাস তলিয়ে যায়।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, শিশুটিকে উদ্ধারে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালানো হয়।

আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM