দর্শকের উচ্ছ্বাসে চট্টগ্রামে উৎসব

জহুর আহমেদ চেীধুরী স্টেডিয়াম থেকে: পরপর দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। এবার সম্ভাবনা বাংলাওয়াশের। জিম্বাবুয়েকে হারিয়ে আরও একটি বিজয়কাব্য রচনার স্বাক্ষী হতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।

- Advertisement -

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুর থেকেই দর্শকদের ‘সাবাস গর্জনে’ মাঠের টাইগাররা সিক্ত হচ্ছেন। দর্শকদের উদ্দীপনা মাঠের খেলাতেও এগিয়ে রাখছে টাইগারদের।

- Advertisement -google news follower

দর্শকের উচ্ছ্বাসে চট্টগ্রামে উৎসবঅনেকের মুখে বাঘের মুখোশ বাঁধা। দর্শকদের মুখে-কপালে মায়াবী তুলির আঁচড়ে আঁকা লাল-সবুজ পতাকা। গ্যালারিতে বসে মাশরাফি বাহিনীকে অনুপ্রেরণা দেওয়ার জন্য নানা সাজে সেজেছেন দর্শকেরা।

দর্শকের উচ্ছ্বাসে চট্টগ্রামে উৎসব

- Advertisement -islamibank

স্টেডিয়ামের আশপাশেও এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। যারা টিকেট পেয়েছেন তারাতো বটেই, যারা পাননি তারাও স্টেডিয়ামের বাইরে রীতিমতো উৎসবে মাতোয়ারা।

এক নজরে গত দুই ম্যাচের ফলাফল:

১ম ওয়ানডে: বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ২৮ রানে জয়ী।

২য় ওয়ানডে: বাংলাদেশ বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ৭উইকেটে জয়ী।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM