চলন্ত মোটরসাইকেলে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যবসায়ী

0

ফটিকছড়িতে চলন্ত মোটরসাইকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খোরশেদুল আলম (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সুয়াবিল সড়কে এ ঘটনা ঘটে।

খোরশেদুল আলম (৫০) নাজিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল চুরঁখা হাটের মাওলানা কাসেমের ছেলে।

স্থানীয়রা জানায়, খোরশেদুল আলম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যান।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM